সহজেই মুগ্ধ আঁখি প্রজাপতির রূপে,
বর্ণালি পাখায় তার মন হারায় সুখে।
উড়ে সে বাতাসে, যেন স্বপ্নিল ভেলা,
ভ্রমরের গুঞ্জনে মাতে অবিহেলা।
কিন্তু ক’জন ভাবে সেই কীট-জীবনের কথা,
যেথা ছিল শুধু ক্ষুধা, ক্লেদ, আর ব্যথা?
কুৎসিত শরীর তার, গতি অতি মন্থর,
পত্র-পল্লব চর্বি কাটে দিন বিভোর।
সহস্র যাতনা স’য়ে, তিলে তিলে মরে,
তবে তো সে পায় এই রূপ মুক্তি ভরে।
যেন এক মায়া-খেলা, প্রকৃতির বিধান,
কদর্য অতীত ঢাকে সৌন্দর্যের গান।
আমরাও কি তাই নহি? লুকাই কি ক্লেদ?
রূপের আভায় ঢাকি জীবনের ভেদ?