জ্বলছে দেশ, পুড়ছে ঘর,
           ক্ষুধার জ্বালা বাড়ছে রে,
হানাদারদের ঐ প্রাসাদ
           ভেঙে দিতে আজ আসছে কে?

উঠুক তুফান, জাগুক প্রাণ,
           হুঙ্কার দাও সজোরে,
তাদের ঐ বৈভবেতে
           আগুন লাগাও ক্রোধভরে।

যাদের ঘরে অন্ন নেই,
           তাদের কান্না থামে না যে,
তাদের রক্তে ভেজা মাটি
           আজ প্রতিশোধ চায় শুধু যে।

আসুক প্রলয়, ভাঙুক ভয়,
           নতুন দিনের আহ্বানে,
জ্বলন্ত মশাল হাতে নিয়ে
           চলছি মোরা বিজয়রথে।

অগ্নিঝরা এই দিনে
           হানাদার হবে ছাই,
নতুন সূর্য উঠবে ঐ
           মুক্ত হবে দেশ তাই।