মুখটি বাঁকানো, দাঁত খিঁচোনো, বুড়ো এক জন,
মিটিং-এ হাঁকেন, "মোরা শুধু শুদ্ধ জন।"
মাথাটি নাড়ে, ফতোয়া ছাড়ে, গম্ভীর চালে কয়,
"আমরাই পণ্ডিত, আর কেহ পণ্ডিত নয়।"
বকবক করে শুধু, সবই যেন ফাঁকা সার,
"অমিল যে কয়, ফ্যাসিবাদী," দেয় শুধু ধিক্কার।
ভ্রুকুটি জ্বলে যেন জ্বলন্ত অঙ্গার,
রেগে বলে, "কে বুঝিবে এ সব তত্ত্বের পার?"
আরে বোকা, ওরে গাধা, চক্ষু তো তার অন্ধ,
কেবলই সে করে শুধু কুতর্ক আর দ্বন্দ্ব।
কোন্ পথে দেশ যায়, বোঝে না সে কিছুই হায়,
"অন্য দল এলেই ঘোর কলিকাল ধায়।"

চারিদিকে শুধু পোস্টার, মিথ্যারই বিস্তার,
"আমরাই সেরা," এই হাঁক, প্রচার শুধু অপার।
কোন্ বক্তা মিথ্যা কয়, কোনটা বা কয় খাঁটি,
কোন্ কথায় ভেজাল মেশে, অর্থ তার কেমন আঁটি।
হাঁকে সে মাইকে, "ঠকাঠক ঠক", ফাটে যেন তার স্বর,
"কোন্ চালে কে জব্দ হবে," এই তার বুলি নিরন্তর।
খুঁটিনাটি খবর আমি জানি ঠিকঠাক,
কেমন বিষ কার মুখে, কিসে হয় গোলপাক।
কেবা শান্ত, কেবা ভ্রান্ত, কেবা শুধু ম্রিয়মাণ,
কেবা জীবন্ত, সদা চঞ্চল, কেবা শক্তিমান।
জ্ঞান-অজ্ঞানের তর্ক করি, সত্য কোথা লুকায়,
মিথ্যে ফতোয়া দেয় যে, সে তো মিথ্যেতেই ডুব দেয়।