অন্ধকার ছায়া নামে শিক্ষাঙ্গনে আজ,
মানুষের রূপে দানব করে রাজ।
গুরুজনের অপমান, লাঞ্ছনার ভার,
ছাত্রদের হাতে সয় অসহ্য প্রহার।
জ্ঞানের আলোক নিভে যায়,
অন্ধকারে ডুবে যায় প্রাণের বেদনায়।
পদত্যাগপত্র লিখে কাঁপা হাতে,
বিদায় নেয় শিক্ষক নীরবে রাতে।
দেশত্যাগের পথে চলে,
অশ্রুপাতে বুক ভেসে যায় জলে।
স্বপ্নভঙ্গের যন্ত্রণায় কাতর,
ভবিষ্যতের চিন্তায় অস্থির অন্তর।
মানবতার মৃত্যু দেখে স্তব্ধ প্রকৃতি,
শিক্ষার মন্দিরে আজ শোকের আরতি।

বিবেকের দীপ নিভে গেল,
অন্ধকারে পথ হারাল দেশের ভবিষ্যৎ এল।
সভ্যতার ভিত নড়ে উঠে,
মূল্যবোধ ধুলায় লুটে।
অজ্ঞতার কুয়াশায় ঢাকা,
জ্ঞানের আলোয় হলো না জাগা।
মানুষের মধ্যে পশুত্ব জেগে ওঠে,
সহিংসতার বীজ ছড়িয়ে পড়ে কোণে কোণে।
শিক্ষকের অশ্রু ঝরে,
দেশের মাটি ভিজে ওঠে ধীরে।
অন্ধকার যুগের সূচনা হলো,
মানবতার শেষ আলো নিভে গেল।
প্রশ্ন জাগে মনে মনে,
কোথায় যাবে এই দেশ, কে জানে।