প্রয়োজন বাঁধা হৃদয়,
সহজ বিশ্বাসে মগ্ন মন,
প্রতারক খোঁজে শুধু সেই ক্ষণ।
আমি একা নই,
প্রয়োজনই এখানে ঈশ্বর,
কাছে টানে মায়াজাল বিস্তার।
প্রয়োজনের তীব্রতা, যেন দৈববাণী, বুঝেছি আমি,
কাছাকাছি এলেই দেখি, সত্য দূরে, শুধু ছলনা,
সম্পর্ক গড়া যেন কঠিন এক প্রহেলিকা।
প্রয়োজনই এখানে নিয়ন্তা,
তাই দূরে, এক মায়াবী কুয়াশায়,
–লুকানো থাকে প্রবঞ্চনা,
আমাদের সরলতাকে গ্রাস করে।