- কাঠের চেয়ারে বসে আকাশের পাতায় লেখা ভালোবাসার গল্প পড়ছিলাম।

ক্লাসের ঘণ্টা থেমে গেছে, শুধু বাতাসের শিসের শব্দ।
আবছায়া নেমে আসে বটগাছের পাতায়,
আমাদের চোখে ছেপে দেয় সন্ধের জলছাপ।

কফির কাপে ঠোঁট ছোঁয়াতে হঠাৎ থমকে যায় সময়,
তোমার হাসি ঢেউয়ের মতো খেলছে কূল পার।
এক জানালা দিয়ে আকাশ নেমে আসে ক্যাফেটেরিয়ায়,
আমাদের টেবিলে চাঁদের আলোয় মেশে কথার ছায়াপথ।

কী নিয়ে কথা হয়, মনে নেই আর,
শুধু মনে আছে চোখের ভাষা, হৃদয়ের স্বর।
কফি শেষ, কিন্তু কথার কাপ শেষ হয় না,
ভালোবাসার গল্প লেখা হয় কাঠের চেয়ারে বসে
আকাশের পাতায় তারার কালিতে।

- ভালোবাসা হারিয়ে যায় না, শুধু ঠিকানা বদল করে।