কেউ কারো মতো নয়, প্রত্যেকে নিজের মাঝে বিশ্ব।
যা ছিল তা মিলিয়েছে, যা আসবে তা অনির্দিষ্ট
যা আছে তা সবই আছে কাঁচপোকার সুতোয় ঝোলা
যাও চলে যাও, যাও যেখানে মানবতার অবহেলা
অহংকারের পাহাড়ে যেখানে ক্ষমতা করে কেলি
কেউ কারো মতো নয়, তবু সবাই এক সূত্রে গাঁথা
এ যুগের অর্থহীন খেলায় মানুষ হয়েছে ক্লান্ত
তাই আমি ডেকে বলি, ফিরে এসো মানবতার পথে
যা আছে তা জেগে আছে হৃদয়ে বীজ শান্তির।