জ্বলছে দেখো মিথ্যে কথার আগল রাশি,
জ্বলতে আমি ভালোবাসি, মন্দ বাসি।
জ্বলতে দেখো আজকে দেশের অগ্নিকুণ্ড।

দেখো, এখন সময় কঠিন, সময় ধন্ধ,
যখন আগুন ভীষণ জ্বালায়, ভীষণ মন্দ,
এবং মানুষ চাইছে শুধু একটু জল!
দুঃশাসন আজ সফল, খুবই সফল!