স্বপ্নের নীহারিকায় ডুবে শহর, ভোরের আলোয় জাগে বিস্মৃতির স্বর।

এই শহরে সকাল আসে স্বপ্ন নিয়ে, সন্ধ্যা নিয়ে যায় বিস্মৃতি।
রাস্তা জুড়ে ঘোলাটে মেঘেরা নেমে আসে, মানুষের মাথা চুম্বন করে চলে যায়।
বাতাস বয়ে যায় ঘুমের গল্প নিয়ে, গাছের পাতায় লিখে যায় বিস্মৃতির কবিতা।
এখানে ঘড়ির কাঁটা থেমে যায়, সূর্য স্বপ্নের রথে চড়ে বেড়ায়।
মানুষেরা চলে ঘুমের দেশে, ঘুমেরা ঢেকে দেয় শহরকে।
রাস্তার ফুটপাতে ফুটে ওঠে স্বপ্নের ফুল, সন্ধ্যা নামতেই ম্লান হয়ে যায়।
আকাশে ছড়িয়ে স্বপ্নের সাঁকো, তারকা নয়, স্বপ্নের চোখ জ্বলে সেখানে।
এই শহরে সকাল আসে স্বপ্ন নিয়ে, সন্ধ্যা নিয়ে যায় বিস্মৃতি, কিন্তু কেউ জানে না, স্বপ্নগুলো কোথায় থাকে রাতে?

রাতের অন্ধকারে হারায় স্বপ্নের থাবা, মৃত্যুর ঘুমে শহর ঢাকা।