স্বপ্নহীন শহরের অন্ধকারে,
অজানা মুখের প্রশ্ন ভেসে বেড়ায় বাতাসে।

ঢাকার গভীর রাত, এক অন্ধকার গলি,
আবছায়ায় ভেসে বেড়ায় ময়লার গাড়ির গন্ধ।
এক অজানা মুখ, চোখ দুটো অপলক,
হাতে এক থলে কাগজের টুকরো।

"কে আছেন? কেউ কি আছেন এই অন্ধকারে?"

প্রশ্নগুলো হারিয়ে যায় গলির অন্ধকারে।
কেবল কুকুরের ডাক আর দূরের মোটর হর্নের আওয়াজ।
মুখটা আরও কাছে আসে, চোখ দুটো জ্বলে ওঠে,
"এই শহরে স্বপ্ন আর বিক্রি হয় না, বিক্রি হয় শুধু বিস্রাব..."

বিস্রাবের মূল্যে কেনা রাত,
শহরের হৃদয়ে নেমে আসে অন্ধকারের ঘাত।