ধরণির কোলে আজ বিষেরই ফসল ফলে,
হিংসার বীজ বোনা প্রতিক্ষণে চলে।
বিষাক্ত বাতাস বহে দিগ্বিদিক হতে,
অশান্ত স্রোতে।
কলুষিত মন আজ বিষে জর্জরিত,
স্নেহ প্রেম তিরোহিত।
মানবের মাঝে নাই প্রেমেরই প্রকাশ,
ঘৃণারই উল্লাস,
অন্ধকারে নিমজ্জিত ধরার আকাশ,
নিদারুণ ত্রাস।

চিত্ত হতে চিত্তান্তরে বিদ্বেষের বহ্নি জ্বলে,
দগ্ধ করে মানবতারে,
অবিশ্বাসের কালিমায় ঢেকে দেয় তারুণ্যের কূলে,
নিষ্ঠুর অত্যাচারে।
নিষ্ঠুরতার বিষাণ বাজে আজি,
মানবতা কাঁদে নীরবে সাজি।
অশান্তির মেঘ জমেছে গগনে,
অশ্রুবারি ঝরে ধরাতলে অনুক্ষণে।