: আমি তোমার কাচের ঘর,
  তুমি আমার খোলা জানালা।
  হঠাৎ কেন বৃষ্টি হলো?
      – বাইরে যেতে বাধা।

: আমি তোমার গানের সুর,
  তুমি আমার কবিতার কথা।
  হঠাৎ কেন বৃষ্টি হলো?
      – মনটা ভেজা ভেজা।

: আমি তোমার মনের রানি,
  তুমি আমার নিঃস্বপ্ন রাজা।
  হঠাৎ কেন বৃষ্টি হলো?
      – মনের দরজা খোলা।

: আমি তোমার রহস্যের বই,
  তুমি আমার কৌতূহলী পাঠিকা।
  হঠাৎ কেন বৃষ্টি হলো?
      – পৃষ্ঠা ভেজা ভেজা।