- কথা বলো না,
  আমার কথা শোনো না,
  ভাবছ নিশ্চয়ই
  আমি ভুল করে এসেছি।

- ভুল নয়,
  আমি তোমার জন্যই এসেছি,
  তোমার মুখ দেখতে,
  তোমার কথা শুনতে।

- কথা শুনতে?
  কোন কথা?
  মিথ্যা কথা?
  প্রতিশ্রুতি ভাঙার কথা?

- প্রতিশ্রুতি ভাঙিনি,
  শুধু দেরি হয়েছে,
  পথে ভিড় ছিল,
  সময় লেগেছে।

- ভিড়?
  কোন ভিড়?
  শবযাত্রার ভিড়?
  কে মারা গেছে?

- কেউ মারা যায়নি,
  শুধু একটা কুকুর,
  রাস্তার ধারে,
  গাড়ি চাপা দিয়ে।

- কুকুর?
  তুমি কুকুরের জন্য দুঃখিত?
  আমার জন্য নয়?
  আমার অপেক্ষার জন্য নয়?

- দুঃখিত,
  তোমার অপেক্ষার জন্য,
  তোমার অভিমানের জন্য,
  আমি দুঃখিত।

- দুঃখিত?
  এই কি তোমার দুঃখ?
  এই কি তোমার ভালোবাসা?

- ভালোবাসা?
  হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি,
  সবচেয়ে বেশি,
  সবকিছুর চেয়ে বেশি।

- ভালোবাসো?
  তাহলে দেরি কেন?
  ভিড় কেন?
  কুকুর কেন?

- ভুল বুঝেছ,
  আমি তোমাকেই ভালোবাসি,
  শুধু তোমাকেই,
  আর কাউকে নয়।

- সত্যি?
  শুধু আমাকেই?
  কেউ মারা যায়নি তো?

- কেউ মারা যায়নি,
  শুধু আমি মারা গেছি,
  তোমার অভিমানে,
  তোমার অবিশ্বাসে।

- মারা যাওনি,
  তুমি এখনও এখানে,
  আমার কাছে,
  আমার সাথে।

- হ্যাঁ,
  তোমার কাছেই,
  তোমার সাথেই,
  সবসময়,
  শুধু তোমার।