কোথা সেই ন্যায়দণ্ড, ধর্ম সাক্ষী যার,
অষ্টসূত্রে বাঁধা ছিল আর্তের ক্রন্দন?
অসহায় কণ্ঠে আজি উঠেছে হুঙ্কার,
মিথ্যা অভিযোগে বন্দি, মানব-রতন।
কোথা সেই সুবিচার, ন্যায়ের আলয়,
অষ্টদিক হতে আসে কাতর আৰ্তনাদ?
নিপীড়িত, লাঞ্ছিত, বন্দি একজন নয়,
লক্ষ কোটি কণ্ঠে বাজে শুধু বিষাদ।

‘‘নিরাপদ করো’’ ছিল তাদের আহ্বান,
ক্ষুদ্র জাতি, ধর্ম ভিন্ন, ভীত, কম্পমান।
অষ্টদাবী, শান্তি-মন্ত্র, মুক্তির আশ,
প্রতিদানে কারাগার, রুদ্ধ শ্বাস-প্রশ্বাস।

এ লজ্জা দেশের, হায়! এ লজ্জা কাহার?
বন্দিত্বের গ্লানি নহে, এ দেশেরই ভার।