বলেছিলে, এ জগতে নেই কোনো ন্যায়বিচার,
মিথ্যুক সব কথা কয়।
সত্যের পথে কে আর হাঁটে, সকলে তো ভয়ে রয়,
ভণ্ডদের হাতেই তো সব অধিকার।

বলেছিলে, আঁধারেই ঢাকা থাকবে সব আলো,
আঁধারেই হবে শেষ।
আলোর ঝরনা উঠবে জেগে, ভেঙে দেবে যত ক্লেশ,
দেখবে সেদিন, আঁধার মিথ্যে হলো।

বলেছিলে, মানুষ শুধু স্বার্থ নিয়েই বাঁচে,
পরের দুঃখে কে কাঁদে?
মানুষ জাগবে, মানুষ বুঝবে, মানুষ তো মানুষেরই স্বাদে,
ভালোবাসা ছড়াবে পথে-ঘাটে-মাঝে।

আর দেখো, ওই হিমালয়ের চূড়ায় মেঘেরা সরে গেছে,
আলোর বন্যা নেমেছে নিচে।
মানুষ জেগেছে, মানুষ লড়ছে, মানুষ তো আর থামে না মিছে,
দেখো, মানুষ তার অধিকার বুঝেছে।
মানুষই শ্রেষ্ঠ, মানুষই তো সব, প্রিয়তমা, এই পৃথিবীতে।