ওই যে আলো ঝিলমিল করে,
চাঁদ না কি প্রেম, ঠিক বুঝি না।
এগিয়ে গিয়ে পিছিয়ে আসি,
ভাবতে থাকি, ধরব কি না।

ভাবতে থাকি, ঠিক কতবার
মনের গহীনে ভুল দেখেছি।
পূর্ণিমার চাঁদ ভেবে আমি
অমাবস্যায় হাত রেখেছি।

চাঁদ, তুমি কি চাঁদ তো ঠিক?
হও যদি সেই প্রেম-জ্বালা, তবে
এই অবেলায় প্রেমের খেলায়
ফের যে আমায় পুড়তে হবে।