প্রতিটি প্রতিশ্রুতি আমি খুব সাবধানে রাখি।
কলেজের সেই দিনগুলি, যখন তোমায় প্রথম দেখি।
ক্লাসরুম থেকে হাসির শব্দ ভেসে আসে।
আমি লাজুক চোখে তোমায় দেখি পাশে।

সাদা রঙের নোটবুক থেকে চিঠি লিখি তোমায়।
অধ্যাপক ছবি আঁকছেন ব্ল্যাকবোর্ডে সামনায়।
কিন্তু এখন পর্যন্ত কেউ কিছুই জানে না।
কারণ আমি সব গোপনে রাখি তা।

লাইব্রেরির টেবিল থেকে বই তুলে নিলাম,
আর চোখের ইশারায় তোমায় ডেকে নিলাম।
বই গুছিয়ে ফের তা শেল্ফে রেখে এলাম,
হ্যাঁ, চিঠিটাও তোমার হাতে তুলে দিলাম।

ক্যাফেটেরিয়ায় দেখা হল, তুমি চা খাচ্ছ।
কেউ কিছু বুঝতে পারে নি।
কারণ আমি সব গোপনে রাখি।

তোমায় জিজ্ঞেস করলাম: ভবিষ্যতে কী করবে?
তুমি: অন্য শহরে চাকরি, কিন্তু ভালোবাসা থাকবে।
আমি আবার ক্লাসে গেলাম, খাতা খুলতে গিয়ে একটু শব্দ হলো।
তেমন কিছু নয় অবশ্যি।

দূরের শহরে যাওয়ার সময় অবশ্য কোনো কথা বলি নি।
টেলিফোনে কথা বলে দিন কেটে যায় একে একে।
প্রতিশ্রুতি ভেঙে গেল, তুমি চলে গেলে অন্য কারো কাছে।

এখন পর্যন্ত কেউ আমার ব্যথা বুঝতে পারে নি,
কারণ আমি সব অন্তরে রাখি।

বছর ঘুরে এসে বললে: ফিরে এসেছি, ক্ষমা করো।
আমি: যাই হোক, জীবনের পথ তো এমনি!
তুমি: কী বলছ! এখনো কি আমায় ভালোবাসো?

আমি (ভুলেই গেছিলাম তোমার নতুন জীবন): তা ঠিক,
সুযোগ বুঝে ফের হৃদয় খুলে ফেললাম।
প্রেম আবার নতুন করে জেগে উঠল।

অতীতের স্মৃতি দেখি জোরে জোরে কাঁদে।
ভালোবাসা নতুন করে শুরু হলো, প্রতিশ্রুতি নতুন করে বাঁধা হলো।
তুমি কী করছ দেখি - হ্যাঁ, নতুন সংসার সাজাচ্ছ।

কিন্তু এখন পর্যন্ত কেউ আমাদের রহস্য জানে না,
কারণ আমি সব প্রতিশ্রুতি সযত্নে রাখি।

আমি তোমায়: তুমি কি সুখী এখন?
তুমি: থামো তো, জীবনটা এখন থেকে শুধু তোমার সঙ্গে।

আমি স্মৃতি থেকে সব ব্যথা মুছে নতুন করে শুরু করলাম।
ভালোবাসা আবার নতুন করে জাগল।
অতীত এখন মিলিয়ে গেছে।
ভবিষ্যত হাতছানি দিচ্ছে।

কিন্তু এখনো কেউ বুঝতে পারে না
কত গভীর এই ভালোবাসা।

তোমায় হাসতে হাসতে বললাম: এবার আর ছেড়ে যাবে না তো?
তুমি: শোনো, এবার থেকে শুধু তোমার সঙ্গেই থাকব!

আমি তোমার পাশে বসে নীরবে কাঁদলাম।
কিন্তু এখন অবধি কেউ জানে না
কত গভীর এই প্রতিশ্রুতি।

ভালোবাসা এখনো বেঁচে আছে।
আর আমি? আমি নতুন করে তোমায় ভালোবেসে চলেছি।