চৈত্রের নিস্তব্ধ সন্ধ্যায়
এক অদ্ভুত প্রশ্নের জন্ম হলো আমার মনে
সংবাদপত্রের পাতায়, সোশ্যাল মিডিয়ার পোস্টে
কিংবা রাজনীতির রঙিন চশমায়
বিচারের দাঁড়িপাল্লা নিয়ে আমি
চিন্তায় মগ্ন ছিলাম
আমাদের দ্বিমুখী মানদণ্ডের সেই ব্যাখ্যা
শুনে তুমি হয়তো বিস্মিত হবে!
কেন আমরা প্রতিবাদ করি না
সিরিয়ার রক্তাক্ত মাটির জন্য
কেন আমাদের আলোচনায় নেই
পাহাড়ের জমি দখল, হিন্দুদের সম্পত্তি হরণ
কেন আমরা নীরব থাকি যখন উগ্রবাদীরা আঘাত হানে
কেন আমরা মুখ ফিরিয়ে নেই অন্যের বেদনা থেকে!
তার বদলে কেন শুধু বিলাপ করি
ফিলিস্তিন, গাজা, ইসরাইল, হামাস
আমাদের পছন্দের পক্ষে বক্তব্য দিয়ে!
রাতে আমার ঘুম হারাম হয়ে গেল
আমাদের হৃদয়ে মানবতা
কিন্তু চোখে যেন ব্যান্ডেজ বাঁধা, কানে তুলো গোঁজা
খুলে দিয়েছি নির্বাচিত সংবেদনশীলতার দরজা
খাস বিবেকের সেই মাপকাঠি নিয়ে
ওড়ে আমাদের ন্যায়বোধের পতাকা
তীক্ষ্ণ দৃষ্টিতে দেখি শুধু
আমাদের পছন্দের অত্যাচারকে!
কবে কোথায় কোন অন্যায় উপেক্ষা করি সব জানা আছে!
কিন্তু আমরা ভুলে গেছি
যে মানবতার মূল্যবোধে ভর করে
আমরা মানুষ হয়ে উঠেছিলাম
নির্বাচিত বেদনার আবেগে তা ঢেকে রাখা যায়নি!
এখনও যাবে না।
আমি দেখতে পাচ্ছি
এক নতুন জাগরণ ক্রমশ উদিত হচ্ছে
মৌন থেকে প্রতিবাদ, প্রতিবাদ থেকে ক্রমশ পরিবর্তন
তার প্রতিটি আওয়াজে আওয়াজে ন্যায়ের বাতাস
সত্যের আর লুকানোর উপায় নেই!