ক )
আলো জ্বাললে
কীট পতঙ্গের কোন অভাব হয়না ۔۔۔
পাখা গজালে তারা চুমু খেতে আসে দলে দলে
এখানে অন্ধকার ভালোবাসে না কেউ অথবা
ভালোবাসে গোপনে l
ছায়া পথ পরিক্রমা শেষে  
উল্কার মত ছুটে এসেছো তুমি এই উদ্বেলিত জলসায়
ছাই হয়ে পুনভ্রমণে চলে যাবো কোন একদিন অন্ধকার গুহায়
                                                আমি আর সময়
                        

খ )
আমি তো বরাবর তোমার কথা'ই বলি
অথচ তোমাকে কি করে বুঝাই
সরলরেখায় চলতে থাকা শব্দমিছিল
কিঞ্চিৎ ডানে বামে কাত হলে
                      কানাঘুষা হয়