ক)
পরিপূরক শব্দ খুঁজতে খুঁজতে
ধুলো জমে ধূসর হয়ে গেছে সব রঙিন খাম
তোমার আমার ঠিকানায় এখন অন্য কারো নাম

খ )          
খোলা জানালা টপকে
নিঃশব্দে ঘরে ঢুকে যায় প্রতিবেশীর বেড়াল
আদর করতে গেলে
তীক্ষ্ণ থাবা বসিয়ে বুকে
পালিয়ে যায়
পড়ে থাকে শুধু
                 আঁচড়ের দাগ
গ)
সূর্য চাঁদ আর পৃথিবীর ত্রিকোণ দ্বন্দে
ঢেউ খেলে সমুদ্রের নোনাজল
বুদ্ বুদ্ ফেনা বালুরাশির সাথে মিশে যায়
সেদিন নিম্নচাপে যে  ঝড়
আছড়ে  পড়েছিল উপকূলে
তুমি সেই জল ছুঁয়ে দেখেছো শুধু
ডুব দিয়ে দেখোনি