তালা মারি
অন্ধকারে নত হই
হারিয়ে ফেলি চাবি
বুক পকেট হাতড়াই
জানালার ভাঙা কাঁচ গুলি এখন
ভয়ানক ভাবে তীক্ষ্ণ
চৌ রাস্তায় দাঁড়াই
না ফেরার প্রতিজ্ঞা করে হাটতে থাকি
আমার পা দুটিকে আঁকড়ে ধরে থাকে
গর্তে জমে থাকা থোকা থোকা জল
আমি হাটছি -
আস্তাকুড়ে দানা খুঁজে বেড়ায়
এক ঝাঁক আহত পাখি
আগামীর স্বপ্ন জিইয়ে রেখে
স্ব -পরিবারে তাবু গেড়ে লোহা গলায়
যাযাবর কামার
আমি হাটছি -
ড্রেনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে
ব্যবহৃত নিরোধ
ধরে নেওয়া যায়
এখানে সচেতন অথবা
আত্মবিশ্বাসহীন পুরুষের বাস
বিপদ এড়িয়ে চলা যাদের মজ্জাগত অভ্যাস
আমার না ফেরা নিশ্চিত করে
নাম লিখিয়ে নিই তাদের খাতায়