জল দেখতে দেখতে হারিয়ে যাই
তুমি বাইরে থেকে নক করে বললে
২২ জন সৈনিক শহীদ হয়েছে
অতর্কিত কোনো এক হামলায়
বাইরে বেরিয়ে এসে
জল মুছি
চোখ রাখি টিভির পর্দায়
কাল তৃতীয় দফার ভোট
বিজ্ঞাপন
বাতাসে কানাঘুষো গল্প
শ্রদ্ধার্ঘ্যে
জ্বলছে মোম
বেজে চলছে দেশাত্মবোধক গান
দেশাত্মবোধক গান শুনলেই কাঁটা দিয়ে ওঠে শরীর সিনা চওড়া করে দেয় জাতীয়তাবাদী নেশা
শোষণের কথা শুনলে বুকে ভর করে বিপ্লব
তখন তোমাকে অনেকটা চে - মাও এর মতো মনে হয়
অথচ রক্ত দেখলে আঁতকে ওঠো তুমি গান্ধীর মতো
প্রহরের পর প্রহর কীর্তন শোনার পর
কেটে যায় যাবতীয় মায়া
ঘিলু জলের মতো হয়ে যাচ্ছে ক্রমশ
নিজস্ব আকার হারিয়ে ----