বরং এটাই অনুকূল হবে ভেবে
ঝাঁপ দিয়ে দিয়েছো তুমি বহমান এই স্রোতে
পাশাপাশি সাঁতার কেটে চলেছে পরম্পরা --
একান্ত নির্জনতায়
অপরাধ বোধ মাথাচাড়া দিলে
আনুগত্যের মুখোশ টেনে খুলে ফেল তুমি
চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও
বুকে ভেসে ওঠা একের পর এক
পরস্পর বিরোধী দাগ
এই সন্ধিক্ষণে তুমি ছাড়া আমার
আর দ্বিতীয় কোনো সমালোচক নাই
সাদা কাগজ ছুঁড়ে মেরে টেবিলে
বার বার দাবী করছো যে জবাবদিহি -বিবৃতি
তারই ভাষা এখন আমি হাতড়ে ফিরে চলেছি
প্রতি দিন প্রতি রাত