ক )
আমার লেখালেখির নেশাকে
তুমি পাগলামি বলে উড়িয়ে দিয়েছো বহুবার
আমি তোমাকে কখনো বোঝাতে পারিনি
পৃথিবীর প্রতিটি নেশাই এক একটি আবেশ
আবেশে জড়িত প্রতিটি মানুষই পাগল l
তোমাকে আরও বোঝাতে পারিনা
আমার লেখালেখি আমার
বুক চেপে ধরা স্বগতোক্তি গুলোকে
নিষ্কাশন করে দেওয়ার ক্ষুদ্র প্রয়াস ছাড়া আর কিছুই নয়
খ )
বিদ্যুৎহীন তপ্ত দুপুর
একরত্তি স্বস্তির নিঃশ্বাস নিতে খুলে বসেছি জানালা l
পাশের গাছ থেকে এক এক করে ঝরে পড়ছে
পাকা পাকা আম
পেকে গেলে ঝরে যেতে হয় l
এটাই নিয়ম l
অথচ আমি এখানে অনেক ঝরেপড়া দেখেছি অকালপক্কতায়
কখনো কালবৈশাখী শিলা তাণ্ডবে তো
কখনো দুষ্ট পোকার আক্রমণে l
এখানে ঝরে পড়ার সময়সীমা কারণ ধরণ নির্ধারিত নয়
শুধু ঝরে যাওয়াটাই নিশ্চিত