ক)  রাস্তা পার হতে হতে কাকে খুঁজি
      উত্তর থেকে দক্ষিণে বইছে বসন্ত বাতাস
      একি মায়া
      নাকি আজন্ম লালিত অন্য কিছু

খ)  শুন্য পেট
     খেলার ছলে পুষেছি ইঁদুর

গ) আমাকে তাড়া করে প্রিয়তমার চোখের জল      
      ক্লান্তিহীন এক মাকড়শা আমি
      ঝড়েও জাল বুনে যাই একা

ঘ) আমি আজও মাড়াই এক একটি কুখ্যাত রাত
     আমাকে প্রায়শই গালিগালাজ করে
     জ্যোৎস্নাস্নাত কুকুরের দল
  
ঙ)  পরিত্যক্ত ঘর ঘেঁষে বেড়ে উঠেছে আগাছা
      প্রতিবেশীর দরজা জানালায় খিল দেখে
      এ কেমন আঁতকে ওঠা