কখনও কবিতা
কখনও জুঁই , মালতীর সাথে
কখনও মিছিলে মিটিং -এ
কখনও পৌষ পার্বণের ভীড়ে
আমার এই নিত্য ভ্রমণ -
আমি বুঝে উঠতে পারিনা
ক্ষুধার দগদগে যন্ত্রণা অথবা কবিতা
পায়ে পা ফেলা -
তুমিতো জেনেছো আত্মহত্যাই
আমার বেঁচে থাকা
নদী বয়ে আনে তবু
এ কেমন নুড়ি ও পাথর !