অন্ধকার গুহায় হামাগুড়ি খেতে খেতে
সে কোন নিয়তি নির্দিষ্ট জঞ্জালের স্তূপে
আমার এই অবতরণ !
শেয়াল আর হায়নার উল্লাসে টের পাই
এখানে শুধু রাত্রি রক্তাক্ত হতে থাকে
উঠে দাঁড়াবার প্রবল উচ্ছ্বাসের পরও
হোঁচট খেয়ে পড়ি
মাংসের উত্তাপে আঁচ করি
জারজ সন্তানের সমবেত আর্তনাদ
আমি চকমকি ঠুকে আলো জ্বালাতে পারিনা
চারিদিকে ঘিরে আছে
অভব্য শব্দ জাল -