ব্রিজের রেলিংয়ের ওপর বসে পা দোলাই l
নিন্মচাপে
কালো মেঘে ছেয়ে যায় উত্তর আকাশ
খোলা বুকে সজোরে আঘাত হানছে আর্ত বাতাস
আমি বলাকার ডানায় ভর করে ঝাঁপ দেই
'জুড়ি' নদীর বহমান স্রোতে
যেখানে ডুবিয়ে রাখা ছিল আমার
পুরোনো কিছু পংক্তিমালা
অথচ আমি হাতড়িয়ে চলেছি কেবল শহুরে জঞ্জাল আর
                                                    জংলী কাঁটা
যে বালক খালই হাতে দাঁড়িয়ে আছে
যার মালাইচাকি চুমু খাচ্ছে কাদামাটি
তাঁর বাবা মাছ শিকার করতে করতে
কখন যে নিজেই খেয়েছে ধরা
বুঝে ওঠতে পারেনি
অতঃপর
বৈদি
কবিরাজ
তান্ত্রিক
মানসিক হাসপাতাল
ঘুমের বড়ি
অনন্ত ঘুম ۔۔۔۔۔۔

ঘন ঘন বজ্রপাতে ফেটে পড়ছে দক্ষিণী মেঘ
ভারী বর্ষণের আঁচ করে উঠে দাঁড়াই
আসেপাশে কোনো মাথা গোঁজার ছাদ নেই