কচি বয়সে
তেজস্ক্রিয় কথা বিস্ফোরণ আর
কংক্রিট ধুলোয় লাল হয়ে যেত তোমার ছেঁড়া জামা
যা তোমার মা অন্যের বাড়িতে নিজেকে কাপড়ের মতো
কেচে কেচে নিংড়ে
সংগ্রহ করেছিল কোনো একদিন l
কোনো এক কল্পলোক ছিল তোমার অভীষ্ট l
কথা ছিল
এখানে সবাই হবে সমগোত্রীয়
অথচ বোবা ছেলেটি দেখে ফেলেছিলো
সাদা পাঞ্জাবি আবৃত বুকের কালো তিল
আমি অভাব অথবা স্বভাব দোষে কুড়িয়ে তুলেছি
আস্তাকুঁড়ের আধ পোড়া কাগজ
কালিবিহীন কলম
তাতে ভরে দিয়েছিলাম জল রিফিল
দশকের পর দশক
মুখ ও বুকের কথায় থেকে যায় রাতদিন তফাৎ I
এখানে কেউ কারো জন্য লড়েনা
নেশা আর পেশার বদভ্যেস ছাড়তে পারিনা বলেই
জারি থাকে আমাদের এই অহেতু ভাট বকা -