পড়ন্ত বিকেলের রোদে
বিছিয়ে রেখেছো তোমার এলো চুল
গোপন ইচ্ছায় নেচে ওঠে শরীর
হেঁটে যাই নদী তটের খোলা বুকের দিকে
তোমাকে ভেবে যে স্বপ্ন আকাশ আমি হাতড়াতে থাকি
কোনো ফুলের জন্ম বৃত্তান্ত জানার আগেই
জেগে ওঠে কর্কটক্রান্তির দ্বিখণ্ডিত
মৌসুমী খেলা