কেউ কেউ কবিতা লিখেন বাহ্যিক পারিপার্শ্বিক ফ্যাক্টর দ্বারা তাড়িত ও প্রভাবিত হয়ে, কেউ কেউ অভ্যন্তরীণ মনোজগতের ক্রিয়া বিক্রিয়া চ্যুতি বিচ্যুতির জন্যে Iকেউ বা এস্থেটিক অথবা মতাদর্শ কে প্রমোট করার জন্যে কেউ শখ করে আবার কেউ বা কিছু না জেনেই I যা একান্তই ব্যক্তিগত I আদিম বন্য জীবন পরিত্যাগ করে সভ্যতার খোলস পরিধান করার পর নিজেকে সমাজযোগ্য করে তোলা আমাদের এই আপ্রাণ চেষ্টা অব্যাহত I আছে এবং থাকবে I এই সামাজিক গ্রহণযোগ্যতা হেতু প্রতিনিয়ত করে চলি অভিনয়, মঞ্চস্থ করি নাটক I যে সব গোপনীয়তা অপ্রিয় সত্য উঁকি ঝুঁকি দেয় হৃদয়ের আদিম গৃহে , সমাজবর্জিত অনুমোদন দিয়ে আবদ্ধ করে ফেলে রাখি পেরেক মেরে I সুতরাং একমাত্র কবিতায় হতে পারে সেই সত্য এবং সব স্বপ্নের উন্মোচন I সামাজিক টিকা করণ হেতু নিজের চলন ও বলন একই সরল রেখায় আনা তাই প্রায়শই সম্ভবপর হয়ে ওঠেনা I তাহলে চলুক না এই অভিনয় I মানা কোথায় ! মানা শুধু মাত্র কবিতায় I কবিতায় ই হতে পারে সমাজ সভ্যতার খোলস খুলে ফেলে নগ্ন হয়ে যাওয়ার উত্তম পরিসর I কবিতায় সচেতন মনের লুকোচুরি খেল সম্পূর্ণ অনাকাঙ্খিত I
আলোচনাটি ৪৯৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৯/০৭/২০২০, ১৯:৫৭ মি: