বৃত্তে ঘুরপাক খাওয়া
পেন্সিলটির এখন প্রচণ্ড ক্ষয় রোগ
ধীরে ধীরে খসে পড়ছে তার শিরদাঁড়া -
মেরু বিন্দুতে তির্যক হেলে আছে পৃথিবী
ভাঙা ফুলদানির পাশে
চাঁদা ও কম্পাস বিক্ষিপ্ত পরে আছে
যাদের ব্যবহারিক প্রয়োগ থেকে তুমি
দূরে রাখতে চেয়েছো নিজেকে বহুবার l
কাগজে বরাবর আঁকতে চেয়েছিলে যে সরল রেখা
তীব্র স্নায়ু কম্পনে তা হয়ে ওঠে বহমান নদী
লাভক্ষতির গাণিতিক সূত্র শিখে ফেলার পর
এখানে তুলাযন্ত্রের মতো আন্দোলিত হতে থাকে হৃদয়
বিবেকীয় দ্বন্দ রক্ষা করতে পারেনা নৈতিকতার শিশু পাঠ
মুঢ়তায় আজও তুমি বুঝে উঠতে পারনি
তুমি কতটা মুনাফা অর্জন করতে পেরেছো অথবা ঠকেছ
ভাগ কষাকষির হাতেখড়ি শেষে এখন তুমি
বাঁধ বসিয়ে অনায়াসে ভাগ করে নিচ্ছ জল