দিনলিপি ২
হাবুডুবু খেতে খেতে
যখন অতল গভীরে তলিয়ে যাচ্ছিলে
গল্পের মোড় তখন অন্য দিকে ঘুরিয়ে দিতে চেয়েছো তুমি
নিবেদন মাত্র
তরতর করে বেরোতে থাকে কাঙ্ক্ষিত অজুহাত
অমীমাংসিত সংলাপ শেষে
ট্রাফিক সিগন্যালে জ্বলে ওঠে লালবাতি
গন্তব্য ভুলে যাবার পর
আমাকে আশ্রয় দেয় সুহৃদ ভাঁটিখানা
মত্ততা বাড়িয়ে দেয় তাঁর অকৃপণ হাত
অসাড় শরীর আরও অসাড় হতে থাকে ক্রমশ
চোখে ভাসতে থাকে একে একে তার আবছায়া স্মৃতি ---