ভাত যখন অমাবস্যার চাঁদ
পথের ধারে শুনি দীর্ঘ হাক
ভাঙা...টিন...লোহা.. প্লাস্টিক .......
আমি বেচি, সে কিনে
উপলক্ষ বা উদ্দেশ্য উভয়েরই সমান্তরাল
জঠর যতো জোরে মুচড় দেয়
তার থেকে দিগুণ জোরে
আমি হাতুড়ি মারি জমাট বাধা স্বপ্নে
কংক্রিট চাই কংক্রিট
অমুক বাবুর অট্টালিকা
আকাশ ছুঁবে তাই
আমি যতবার আকাশ ছুঁতে চেয়েছি
আকাশ ভেঙে পড়ে আমার মাথায়
সন্ধ্যেয় কুপি জ্বেলে
জোরে রিডিং পড়তে বলে মা
আমি সুর করে পড়তে পড়তে
উপচে পড়ে তন্দ্রা
ফুরিয়ে যায় তেল
অন্ধকার....