কোথায় তুমি যাও গো চলে
আসবে কি আবার ফিরে,
তোমার পথের পথিক হব
প্রেম নগরীর ভীড়ে !

আমায় ছেড়ে থাকতে তুমি
পারবে কি একা একা,
যেথায় যাবে যাবো আমি
হবে আবার দেখা !

প্রেম যমুনার উত্তল গাঙ্গেয়
ঠাঁই পেলনা তরী,
ফিরে আসার আগে আমি
যাই গো যদি মরি !

মেঠো পথের প্রাণে চেয়ে
চোক্ষে আসে জল,
মিথ্যে করেও একবার হলেও
ভালোবাসি বল !

তোমায় কত ভালোবাসি
দেখতে বুকটা ছিড়ে,
কোথায় তুমি উড়ে বাড়ায়
ফিরে আসো নীড়ে !

_____সমাপ্ত____