শাকের কথা বলতে গেলে
শুসনি , পালং , পুঁই !
মিঠাপানির মাছ বল তো
কাতলা , মৃগেল , রুই !!
কালামাছের তুললে কথা
সিঙ্গি , মাগুর , কই !
'কই'-এর কথায় আসলো মনে
- এবার তবে কই ?
চাল ভাজলে মুড়ি
আর ধান ভাজলে খই !
ফুটলে বাসি দুধেই ছানা
জমলে পরে দই !
দই-এর কথায় খই-এর মোয়া
পয়লা খেজুর গুড়ে !
বারুইপুরের বরইকুলের
দেদার বাজার জুড়ে !!
আরেক কথা না জানিয়ে
কেমন ক'রে থাকি ?
ক্যামনে বাপু রাবড়ি বানায়
তোমরা জানো তা কি ?
নীচের থেকে জ্বাল দিতে হয়,
উপর থেকে হাওয়া !
তবেই জেনো সর পড়ে হয়
রাবড়ি - স্বাদের খাওয়া !!
শীতের কথা বললে যদি
একটা জিনিস পাই -
ছাদের মেঝেয় মাদুর পেতে
রোদটা রোজই খাই !!