মাঝে মাঝে মনে হয়-- আমি যা বোঝাতে চাই , তা র জন্যে যে শব্দের দরকার --আমার ভান্ডারে সেটির বড়ো অভাব--; না কি ভাবের ই অভাব--? ভাবছি হয়তো ---এটা তো সহজ কথা , না বোঝার কী আছে ----!! কিন্তু কবিতা তো---, তা ও আবার আজকালের--!! -কাজেই ওখান থেকে শত হস্ত দুরে...!! কিন্তু দেখুন , রবীন্দ্র নাথের বর্ষা মঙ্গল , সোনার তরী , উর্বশী , আফ্রিকা .শিশুতীর্থ.কত সহজেই বুঝে ফেলছেন !! যাঁরা আবার পন্ডিত মানুষ , তাঁরা সূধীন্দ্র নাথ , বিষ্ণু দে , বুদ্ধদেব বসু বেশ বোঝেন : আবার সহজেই জীবনানন্দের ক্যাম্পে , শিকার বা বনলতা সেনের ভাবটা তে কিছুই কাঠিন্য খুঁজে পাননা। কিংবা অমিয় চক্রবর্তি বিনয় মজুমদার । কেউ তো , শক্তি সুনীল নীরেন চক্রবর্তী বা জয় গোস্বামি অতি সহজেই বুঝে ফেলেন । তা হলে আমি কিছু বলতে চাইলে , কেউ বোঝেনা কেন ? বুঝতে চায়না কেন
আলোচনাটি ৯৪৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/০৩/২০১৬, ০৯:০৬ মি: