আচ্ছা !শেষ মেষ
কোন্ কূলে আজ ভিড়ল তরী
দক্ষিণে না বাঁয় ?
অকূলে কি ভাসেন আজ ও
মোদের নকুল রায় ?
বেশ পুজিতেন দুব্বো মুলে !
সাধ হোলো তাঁর পদ্মফুলে
ফুল তুলিতে নয়ান জুলির
জলেতে মন চায় !
নয়ানজুলি আজ যে সাগর
এ কি ভাবা যায় !!
মা নাই যে পথটা চলায়
মাটি ও নাই পায়ের তলায়
মানুষ বলে, এমন মানুষ
ক'জন বল চায় ?
সেদিন যিনি মাথায় ছিলেন
এখন আছেন পায় !
চক্ষে এখন অকূলপাথার
যে দিকে চান -- জল !
কেউ পোঁছে না ভিন গাঁয়েতে
ভিড়ার মত দল !
পলিটিকে টিঁকে থাকা
এ এক বিষম দায় !!
সব ঘাটেতে জল খেয়ে আজ
বোঝেন নকুল রায় !!
সব খোয়ালেন নিজের দেশে
গোস্পদেতে ডোবেন শেষে
--এও কি ভাবা যায় ?
হেঁজি পেঁজি নয় তো রে ভাই
ইনি নকুল রায় !!
হেঁজি পেঁজি নয় তো রে ভাই
ইনি নকুল রায় !!