আজকের মাইক্রো সফ্ট নিউজে প্রকাশ -
Ahead of the auspicious occasion of Eid al-Adha, a goat in Maharashtra’s Buldhana district has been priced at Rs 1 core This goat goes by the name ‘Tiger’. The reason behind the high price is that ‘Allah’ has been written on the goat’s body since its birth. The goat is healthy in terms of build and requires two people to handle him.
এ নিয়ে পাঁঠাটির উদ্দেশ্যে আমার কিছু বলার ছিল ।
তোমার গায়ে আল্লাহ্ লেখা
হইতে হালাল ডরটা কি ?
আল্লা লিখাও আমেদ লিখাও
কিংবা খোদার খাশিও হও
যমরাজাকে দেবে ফাঁকি
আছে তেমন সাধ্যি কি ?
বরং যদি ' বোকা পাঁঠা '
থাকতো লেখা তোর গায়ে ,
পালিয়ে বাঁচার থাকতোটা জোর
তোমার অমন চার পায়ে ,
তোমার যদি দাম না হোতো
বাজারে ওই এক কোটি ,
বিরিয়ানির বদলেতে
জুটতো যদি পাঁউরোটি,
শিংড়ে বলেই বেঁচেই যেতে
নধর তো তোর গতর নয় !
আমপাঁঠাদের দলেই ভিড়ে
সুযোগ বুঝে সরতে হয় !!
কাল হোলো যেই ছাপলো গায়ে
আল্লার ওই পূণ্য নাম
মান বাড়লো ঠিকই কথা !
চড়লো বটে তোমার দাম ;
কিন্তু পাঁঠা , ছাড়বে খাঁচা
এখন যে তোর আত্মারাম !!
ইব্রাহিমের মানত করা ইসমাইলের বলি
আল্লাহকে করতে খুশি বদলে তুই এলি
কুরবানিতে পয়লা আছে
লেখা আছে তোর যে নাম
জন্ম থেকে 'আল্লা' খোদাই
চড়েছে যে তাই তোর তো দাম ;
গোস্ত খাবে বস্তিতে সব
আল্লাখোদাই তোর ওই চাম
ঝুলবে কোনো শেখের ঘরে
ছড়াবে যে তাঁরই নাম !!
সাধে বলে বোকা পাঁঠা ভাবলি এতেই পূণ্যি !
না পালিয়ে হালাল হলি ! বললো লোকে - ধন্যি !!