ওরা অনেকগুলো ভাই বোন ।বোন ম্যালেরিয়া , ডায়েরিয়া ,ভাই বসন্ত , বোন যক্ষা - অনেকে ই মরে হেজে গেছে ; এখন বেঁচে রয়েছে - এবং বহাল তবিয়তে ই রয়েছে -ইবোলা , করোনা আর কজন ভাই (ভাইরাস ) বিশেষ করে ডেঙ্গু । সেদিন ফোনে দুই বোনে মানে ইবোলা আর করোনাতে মন কী বাত হচ্ছিল !!
করোনা পুকার করি’ বলিল , - ইবোলা ,
ক্যায়সা হো তুম্ সব – এ তো নেহি বোলা !!
ইধার তো ছোটা ভাই ডেঙ্গু আবার
আ গিয়া ! তাকে ফির সামলানো ভার !!
জানিস্ নেচার তার ভারি নট ঘটে !
তেমন বারিস্ নাই এখানে , তা বটে !
কোথাও কমতি তবু নাইকো শহরে
ডাবের খোলায় , ভাঁড়ে , মোটর টায়ারে
জমা জল দেখলেই ইধার উধার
ধিঙ্গি মশকীগণ থামেনাকো আর ;
বংশের বিস্তারে উৎসাহ খুব !
আর, মশামারা কর্মীরা দিয়াছেন ডূব !!
( ভালোই হয়েছে ভাই– এই অবসরে
সাফাই গাওয়ার লোক যে যাহার ঘরে !!)
সব্বাই লাগ্ গিয়া হামার পিছনে
ডেঙ্গু’র দুষ্টুমি নাই কারো মনে !
এখন কোথায় ওই কর পোরে সান
মারিবারে মশা যারা দাগিত কামান ?
( তুই তো জানিস্ ভাই ডিয়ার ইবোলা !
মানুষ কেমন জাত - থাক্ তা অবলা !!)
আমি তো অবলা নারী , কতটা কী পারি !
সাথ্ দিলে ডেঙ্গুটা আরো ক’টা মারি !
কোটি তো ছাড়ায়নিকো , লিমিটেই আছে !!
ভাই বোন এক হোলে , দেখবো ক’টা আর বাঁচে !!