আজ আসুন করি সবে কদলীকীর্তন
ভণয়ে পি আর ডি এ শুনহ সুজন ।
কলা মানে আঁকাজোকা নাচ অথবা গানা
সাহেবেরা বলে ARTS - সকলের জানা ।
আর্টস্ নিয়ে পড়ে যারা যায়না তো বলা
ইস্কুল কলেজেতে পড়ে তারা 'কলা' !!
কলা নিয়ে যদি কিছু লিখতেই হয়
ষোলকলা পূর্ণ তো হইবার নয় !
ছলাকলা কারে কয় বলুন তো দেখি !
বিদ্যাকে 'কলা' কয় বুদ্ধির ঢেঁকি !!
চন্দ্রকলার কথা পুরোহিতে জানে
খবর রাখেন যারা পঞ্জিকা মানে ।
আর জানে রূপকলা প্রেমিকনিচয়
বৃদ্ধি যেমতি আছে , তেমতি ই ক্ষয় !!
আসা যাক্ এবারেতে ফলের কথায়
মাঝে মাঝে সকলেই জানি কলা খায় ।
কলা মানে কাঁঠালী যা সস্তার ফল
সর্ব ঘটেতে চাই , না দিলে অচল ।
মর্তমান , চাঁপাকলা অথবা কাঁঠালী
কাঁচা পাকা সব খাই আমরা বাঙালী ।
সিঙ্গাপুরের কলা বাহিরে সবুজ
কাঁচা বলে ভুল করে যাহারা অবুঝ !
স্বভাবে অনেক কলা হয় বর্ণচোরা
পেকে তুলতুলে তবু নবীন চেহারা ।
কদলী ফলেতে আছে ভিটামিন সি
এ এবং বি- সিক্স আরো কত কি !
কলা খেয়ে জোর পান বহু খেলোয়াড়
খাইতেন খুব কলা বরিস বেকার ।
রাউন্ডের শেষে তার দুটো কলা চাই ই ।
( আসুন ,) আমরাও পাঁউরুটি ডিম কলা খাই ।।
কাঁচা কলা , বিচিকলা খায়নাকো পাকা
ফ্রিজে জেনো , পাকা কলা যায়নাকো রাখা ।
বানরেরা কলা খায় , কলা খায় হাতি
ভুলে কলা খেয়ে গেছে বাঙ্গালী জাতি !!
অতএব খুব করে খাই এসো কলা
ঘটিতেছে চারিদিকে যাওয়া যাক্ ভোলা ।
প্রসঙ্গতঃ
আমাদের দেবদেবী আছে কেউ কেউ
বিয়ে করে কলাগাছে করেছেন বৌ
আর একটা কথা -
" কলা দেখানো র" ব্যাপারে --
ব্যাঙ্ক থেকে ধার নিয়ে বহু গুজরাটী
কদলী দেখিয়ে তাঁরা ছেড়েছেন মাটি ।
অতএব ভারী স্বাদু এই যে কদলী
ইহার গুণের কথা আর কত বলি !!!