একটা গল্প বলি শুনুন --
জিজ্ঞাসিলেন 'ফুটানিকা ব্যাগ',
" কত ক'রে তেরা ডিম রে ? "
যেই শুনলেন ' জোড়া বারো ক'রে '
চক্ষু তোলেন উপরে !!
- ' বল্ ঠিক করে , কত করে দিবি ?
ডজন হবে কি ফিফটি ? '
ডিমওয়ালা ভাবে , এই মহিলা তো
এক নম্বর কিপটী !!
সেই ভোর থেকে ফুটপাথে ব'সে ,
হয়নি বিক্রিবাটা !!
দুইদিন ঘরে দানা পানি নাই ,
ভুখাপেট বাচ্চাটা !
মহিলাকে তাই ছেড়ে দিল বুড়ো
সব ডিম কেনা দামে ।
ভ্যানিটি ভাবলো ,বহুত সস্তা
বারগেনে দাম নামে !!
এত কম দামে ' হাবি'ও কখনো
আনেনিকো 'এগ ' কিনে
'দরাদরি ' কাকে বলেই জানে না !
জিনিস কেনে না চিনে !!
ভালোই যাহোক লাভ করা গেছে
যাওয়া যাক রেস্তোঁরা
জব্বর খিদে পেয়ে গেল তাঁর
যদিও উদর ভরা !!
বারগেনখানা ভালোই হয়েছে
দারুণ লাভের দিনও ,
'কাফে -কফি-ডে'তে অর্ডার দিলেন
এগরোল ক্যাপুচিনো ।
কফিটা ভালোই বানায় এখানে
কবিরাজীটাও তাই
এইখানে এসে প্রায় মাঝে মাঝে
চাউমিনও খেয়ে যাই ।
ওয়েটারগুলো অতিশয় ভালো
আইটেমও খুব ভাল ।
( আমি বলি কি -
মিস্টি তো হবে - এ তো জানা কথা
গুড় যদি বেশি ঢাল !! )
খাওয়া দাওয়া শেষে ওয়েটার এসে
বিল দিয়ে গেল প্লেটে
পেটিএমে , কার্ডে দামটি মেটান
অথবা পে-এবল্ নেটে !
ক্রেডিট কার্ডেতে বিল মেটালেন
পাঁচ শত সাঁইত্রিশ !
জি এস টি ছিল আঠেরো শতক
বিশ বাকি বকসিস !
গপ্পোটায় মর্যালটা কি হোলো তা হলে ?
না , ভাগারীকে আমি এক পো দিবনি
যমকেই সাত পো !
পেটমোটা পাতে চর্ব্যচোষ্য
ভুখাপেট হলে , - " NO " ।