বিকেলে আজ চড়ক পুজো
কালকে নববর্ষ !
বঙ্গবাসীর হর্ষটি নাই
সক্কলে বিমর্ষ !!
কী যে কী এক কোভিদ এল
গরুর দুধে চোনা !
আয়েস করে পায়েস খাবো
সেটি সে হচ্ছে না !
মাংস খাবেন 'লক ডাউনে' ?
গেছেন কি মার্কেট ?
শখ রেখে দিন হিপ পকেটে
হাওয়ায় ভরান পেট !!
ঘরের উনি বোঝেন না তো
সর্বদা তাঁর বায়না !
" বাজার থেকে কী যে আনো !!
খাওয়া ওসব যায় না !! "
বাজার গেলে টেরটি পেতেন
রাঁধেন যেসব গিন্নী !
আড্ডা দিতে কর্তারা যান ?
দেখেননি ' গোল চিহ্নি ' !!
( জানেন না তো )
এই বুঝি সব ফুরিয়ে গেল
ভয়ে কাঁপে মনটা !
একটা জিনিস কিনতে লাগে
পাক্কা দুটি ঘন্টা !!
জানত কে আর এই বয়সে
এমন হবে শেষটা !
বাঁচার তরেই মরছে মানুষ
বাপ্ রে ! চালাচ্ছে কি চেষ্টা !!