হ্যাঁ !
বোন বল তো সর্বাণী !!
বাক্যিতে তো তার সাথে কেউ
ভালই জানি পারব নি !!
আমরা ধরো ,ভাই দাদারা
করছি ব'সে গুলতানি
উনি এসে গেলেন ব'সে
সেইআসরে মাঝ্মণি !!
না-ডাকতেই পড়েন ব'সে
দাদামণির কাছটি ঘেঁষে ;
আমরা যখন জিগাই কিছু
দাদা বলেন ,
'বলতে এখন পারব নি !!'
দাদামণি জ্যেষ্ঠ সবার
বোনটি এসব ধারেন না ধার !
তিনি এখন বায়না ধরেন
' আমায় কেন ডাকছ নি ?'
দাদার এটা একচোখোমি
বলেন , ' শোনো সর্বাণী
বলো আমায় জানতে কি চাও ?
তোমার কথা শুনবো নি ?'
বলছি আমি একটু পরে
একটু বস ধৈর্য ধরে
ব্যস্ত আছি , দেখছো তো বোন
শুনতে হবে এক্ষুনি ?'
দাদা বলেন , একটু হেসে
বসেছো তো কাছটি ঘেঁষে
মাস্ক পর নি , হয়তো তুমি
স্যানিটাইজ করোই নি
তাই বলছি সরে বস ,
একটুখানি , সর্বাণী ।'
পুঁটিরানীর রাগ হয়ে যায় -
ঐটুকুতে ই 'ভ্যাঁ 'করে প্রায়
ঠোঁট ফুলিয়ে বলেন তিনি
' যতই বকো , সরবো নি ।'
এই জন্যেই বলছিলাম ,
বোন বল তো সর্বাণী !!
(ছড়াটার সর্বাণীর সঙ্গে আমাদের কবিবোন সর্বাণী রিঙ্কু গোস্বামীর কেউ সম্বন্ধ খুঁজতে যাবেন না প্লিজ ! এখানের সর্বাণী নিছক একটি কাল্পনিক চরিত্র ।)