তখনো সবুজ ছিল
এখনও আছে তাই ;
ভোরে যে শেফালী ছিল
এখন বৌদিভাই ।
দুজনের কাছে তাই
ছিল দাবী একটাই
দুপুরের 'মুখে ভাতে'
আজ চাই ফিস ফ্রাই !!
এবং
বাসমতি সাদাভাত
তার সাথে মুগডাল
ঝুরঝুরে আলু ভাজা
আহা ! শুনলেই পড়ে নাল !!
না হ'লেও চলে যাবে
কোফতা বা কোর্মা
থাকলেই চলবে
পটলের দোরমা ,
কিন্তু , না- হ'লে যেটা
রসনাটা রেগে যায়
চিকন চিকেন যার
তুলনাটা কোথা হায় !!
তাই
একতা হাইট্সের
সিক্স এফ ফ্ল্যাটটায়
কাল সব অবুঝেরা
ছিল এক্ কাঠ্ঠায় !!
তাহাদের সকলের
এক বক্তব্য -
করিবে না আচরণ
কেউ অভব্য !
একটাই আবদার
ডুবাইয়া কব্জি
দূরে রেখে রোজকার
চচ্চড়ি সবজি
ব্যঞ্জনে পেতে চায়
ভিন্ন সুগন্ধ
ভোজনেতে আমিষের
কিছু মহানন্দ !
বলল বৌদি ভাই
'কেন কর খাই খাই
কখনো তো 'না' বলে নি
তোমাদের বড়দা' ।
ঠিক আছে , হ'য়ে যাক্
ভাই বোন মিলে খাক্
ছেলেপুলে সাথে থাক্
ভেদাভেদ বয়সের
সরে যাক্ পর্দা !!'
আসলেতে কাল ছিল
পূর্ত্তি বাহান্ন
তাই দাদা
রাজি সিধা
খাওয়াইতে অন্ন !!
তাই দাদা খুশি বড়
( বৌদিকে ) বললেন , 'নড় চড়
কোমরের ওই বেল্ট
আজ দাও আলগা !
ভুলে যাও যন্ত্রণা ' -
দাদা দিল মন্ত্রণা
ভাসাল আনন্দের
  জোয়ারে নিজের গা !!