আমাদের পুঁচকিটার বার্থ ডে তে --
এক সে মেয়ে ' অরেলিয়া ' --
ডাকনাম তার ' হিয়া ' -
দেখতে হ'লে দেখেই আসো
গুরুগ্রামে গিয়া ।।
অরেলিয়া ' সিনডেরেলা ' --
স্বপ্নে দেখি তাকে ;
পদ্যটা আজ আপনি এল
জন্মদিনের ফাঁকে ।
উডল্যান্ডে দেখলো আলো
এখন 'ওয়ান্ডার '!!
'এলিস 'এখন গুরুগ্রামে
পেতেছে সংসার ।
অরেলিয়া 'গ্রেটেল ' একা
' হ্যানসেল ' তো নাই !!
কলকাতাতে ঐ বুড়োটা
ধরো , সে তার ভাই !!
অরেলিয়া ' থাম্বেলিনা '
শুতো বাদাম খোলে ;
এখন বাবা খাট কিনেছে
' প্রিন্স ' আসবে ব'লে ।
অরেলিয়া পুঁচকি মেয়ে
' ম্যাচবক্সে ' ঘর ;
ঠাম্মা ছিল ভীষণ আপন
কী হোলো তারপর ?
অরেলিয়া ' স্নো হোয়াইট '
সাত বামনের সাথে
বেশ তো আছে ! মায়ের সতীন
দেখায় না ভয় রাতে !!
অরেলিয়া জলপরীটি
ছোট্টো সে ' মারমেড '
কখন পায়ে ম্যাজিক জুতো
(কখন আবার ) ' রাইডিং হুড রেড ' !
অরেলিয়া কিউটি ভারি
স্লিপিং তাহার বিউটি !
কিন্তু ছিল ঘুম পাড়ানো
এক ঝামেলার ডিউটি !!
এখন আমাদের অরেলিয়া
গল্প শোনে ব্রাদার্স গ্রিমের,
হ্যান্স এন্ডারসন!
শুনবে কি আর মহাভারত
কিংবা রামায়ন ।
অরেলিয়া ইস্কুলে যায় ,
মিডিয়াম ইংলিশ !
জন্মদিনে আজ পাঠালাম
থাউজ্যাণ্ডস্ অফ্ কিস্ !!
দাদু
কলকাতা
১৯ জুন ।