স্বপ্ননীড়

হেসেই তুমি কেদেই তুমি
কল্পনাতে ভাসো।
ধরতে তোমায় চাই যে আমি
কাছে যদি আসো।

মনের কথা লুকিয়ে রাখো
পালিয়ে ফিরো দূরে।
হাজার স্বপ্ন সাজিয়ে রাখ
কল্পনা তার সুরে।

মনের কথা বলতে পারো
ভাবনা যদি আসে।
আড়াল হতে দূর চুপিসারে
থাকবো তোমার পাশে।

অভিমান সে করতে পারো
স্বপ্ননীড়'র আশে।
অবিরল সেই অনুভূতিটা
যেন কল্পনাতে ভাসে।

কষ্ট যখন প্রখর হবে
ভাববে দু'চোখ বুঁজে।
হারিয়ে গেলেও সুদূর হতে
আসবো তোমার খোঁজে।

শান্তি প্রলেপ লাগিয়ে দিতে
সে গোপন অভিসারে।
মনের দূরে বাঁধতে বাসা
প্রণয় সাগর পারে।

নিঝুম রাতের কল্পনাতে
হারিয়ে অচিন দেশে।
মান-অভিমান সব ভোলাতে
সে তোমায় ভালবেসে।

বলতে তোমায় মনে' কথা
বসবো চাঁদের পাশে।
লুকিয়ে থাকা গোপন আশা
(বলবো) সে ভালবাসা' বিশ্বাসে।

পিকলু চন্দ
08.05.20