স্বপ্ন মনের কৌতূহল
আমি স্বপ্ন নিয়ে বাঁচি না
স্বপ্নকে বাস্তব দেখতে চাই-
জীবনের স্বপ্ন আমার গচ্ছিত
চাইনা আবার ও তাকে ফিরে পাই।
স্বপ্ন মনের কৌতুহল মাত্র
কিছুটা বিদ্যুৎ চমকানো রাত!
ফেরিওয়ালা ডমরু হাতে-
অদৃশ্য বাসনার ঘূর্ণিবাত।
রাতের স্বপ্ন প্রায়শই ভুলি
দিবাস্বপ্ন নিয়েই সদা বাঁচি!
আধার আলো কিসের ফারাক
নিত্য বিষের জ্বালায় নাচি।
এক ফালি চাঁদ, পূর্ণচন্দ্র
পূর্ণিমাতেই একদিন আসে,
তারি নেশায় বুঁদ হয়ে রই
নিয়েই, ওমা আঁধার পাশে।
ভুল সে আমার সূত্র জানা
ভুলে ভরা অংক কষে রাখি।
নকশা খুঁজেই নিত্য চলন
স্বপ্ন মনের ভুলেই বসে আঁকি।
পিকলু চন্দ
০৩.০৭.২০২০