স্বজন হারানো পৃথিবী
হয়ত বা মুছে যাবে একদিন সব
হারাবে কালের কাছে রেখে কলরব!
স্বজন হারানো পৃথিবী কি কোন দিন
খুঁজবে না সে তার প্রাণের প্রিয়জন!
যাকে সাক্ষী করে শুরু সেই পথ চলা
তাকে কি পড়বে না মনে ও বেলা!
হারানো সমুদ্রে, দূরে ভেসে আসা ভেলা
আশার হিল্লোল তুলি কি যাবে না দুবেলা!
দিনের শেষে আঁধার (যবে)নামবে হেসে
সজল (চোখের দৃষ্টি)কি খুঁজবে না তারে একা বসে!
সহস্র ব্যস্ততার ফাঁকে বেঁচে থাকার
ভান করে, মনে পড়বে না কি (তারে) একবার!
বর্ষা রাতের বাদল ভরা দিনে কি
পড়বে না মনে শুয়ে বিছানায় একাকি!
জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আকাশ পানে চেয়ে,
চাঁদ কি দেবে না ভোলা স্মৃতিরে জাগায়ে!
যারা দূরে চলে যায়, তারা কি কখনো-
মনে রাখে না পুরানো স্মৃতির ক্ষণ!
বাস্তব কি এত নির্মম এত কঠিন
ভেদিবে না কি কেউ এ চক্রবুহ একদিন!
অভেদ্য প্রাচীর ডিঙিয়ে তার অন্বেষণে,
কেউ কি দাঁড়াবে না জীবনের সন্ধিক্ষণে!
পিকলু চন্দ
১৮.০৪.২০২০