রঙিন নেশা

উষ্ণ পানির রঙিন নেশা
আজ হয়েছে স্বপ্ন ঘেষা!
কালকের দিন আসবে কবে
গোমরা মুখে ভাবছে সবে।

এতদিন যা ভাবনা ছিল
বাস্তব হয়েই ধরা দিল,
রাতবিরেতের  কষ্ট কথা
সব হয়েছে জীবন গাঁথা।

কেউ যে ছিল ভীষণ সুখে,
কাঁদবে তারা আবার দুঃখে!
কিছু জীবন এমনি বাঁচে,
শুকনো খড়ের মৃদু আঁচে!

বৃষ্টি হলে রোদের আশা-
আলেয়ার সে হারানো দিশা!
বারণ তাদের স্বপ্ন দেখা,
ভাগ্য যেমন নিয়তির লেখা।

পিকলু চন্দ
০৩.০৫.২০২০

কাজের ফাঁকে মহিলাটি বলছিল, এতদিন ভালোই ছিল কষ্টে  দুমুঠো নুন ভাত খেয়ে পার হয়েছে। লকডাউন খুললে কি হবে, "বেডা ডা অত দিন তো কমসেকম ঘরে থাকতো আবার বাউডা হইয়া যাইবো গা, আর মদ খাইবো"।